আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২২
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘর এলাকায় ইংরেজি নববর্ষ বরণকে ঘিরে গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আজ ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিরোজ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।
নিহত ফিরোজ আহমেদ’র বাবা টিপু সুলতান জানান, আমার ছেলে রাজনীতি করতো না। একটি প্রতিষ্ঠানের চাকরি করতো। গতরাতে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুরাদ হাসান ও শেরেবাংলা থানা ছাত্রলীগ সভাপতি গাজী নাজমুল হাসান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার ছেলে চুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শেরেবাংলানগর আগারগাঁও তালতলা এলাকার ৪৩/১/এ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তারা। চার ছেলের মধ্যে সবার বড় ছিল ফিরোজ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |