শরীয়তপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা ছাত্রদলের ব্যানারে আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারী ২০২৩) সকালে ধানুকা এলাকায় এ অনুষ্ঠানের আযোজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। পরে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা পান্থ তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তাহসান আহমেদ ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, বিএম হারুন অর রশিদ, এ্যাডঃ জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা সাধারণ সম্পাদক সামচুল হক ঢালী, সদর উপজেলার কৃষক দলের সভাপতি বাবু খান, ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফাজ্জল মোল্লা, জেলা জাসাস সাধারণ সম্পাদক মুঞ্জুর হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পারভেজ খান, আমির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাসাসের সভাপতি সজল মোল্লা, সাধারণ সম্পাদক রানা মোল্লা, পৌরসভা সাধারণ সম্পাদক রাসেল সরদার, ছাত্রদল নেতা অনিক মাদবর, কাওছার মাহমুদ, বিএম কবির, চুন্নু মাদবর সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাচঁতে চাই, পড়তে চাই,দূর্নীতি মুক্ত দেশ চাই। শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্রদলের মুলনীতি। গৌরব, ঐতিহ্য সংগ্রামের ঐতিহ্যবাহী দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল। তাই ছাত্রদের ছাত্রদলের পতাকা তলে আসার আহবান জানান নেতৃবৃন্দ।