আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:১১
টঙ্গীতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা। ফলে আজ ভোর থেকেই বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। টঙ্গীর স্টেশন রোড থেকে রাজধানীর মহাখালী পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিমানবন্দর সড়কের যানজটের রেশ গিয়ে পড়েছে বাড্ডা-রামপুরা ও মিরপুর-কালশী সড়কেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ফ্লাইট ধরার জন্য অনেকে মহাখালী থেকে হেঁটে বিমানবন্দরে যাচ্ছেন। বিমানবন্দর সড়কের বিভিন্ন পয়েন্টে অফিসগামী যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।এদিকে ইজতেমায় যোগদিতে আসা অনেক মুসল্লি পায়ে হেটে ইজতেমার উদ্দেশে রওনা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড, নর্দা, নতুন বাজার ও বাড্ডা এলাকায় কয়েক শ মানুষ যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। তীব্র যানজটের কারণে গণপরিবহন থেমে থাকায় তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাদরে মধ্যে অনেককে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে। যানবাহনের এই সংকটের প্রভাব পড়েছে বনানী ও গুলশান এলাকাতেও।
টঙ্গি এলাকা থেকে গাড়ি সামনের দিকে এগোতে পারছে না।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |