আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৯
আবুবকর সিদ্দিক.জয়পুরহাট প্রতিনিধি:র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান-০১টি, গুলি-০১ রাউন্ড, ফেন্সিডিল-১০ বোতল,মোবাইল-০১টিসহ ১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত ইব্রাহিম শেখ(ই¯্রাফিল) পুত্র
মোঃ ফারুক হোসেন (২৮),
ও্যাব কমান্ডার মেজর মোস্তফা জামান জানান সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পাঁচবিবি এলাকার বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। বর্ডার এলাকায় মাদক পরিবহনের জন্য তার নিজস্ব মাদক পরিবহনকারী ছিল বলে এলাকার লোক মারফত জানা যায়। তার নামে বিভিন্ন সময়ে থানায় ১৩ টি মামলা দায়ের করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় অস্ত্র আইন-১৮৭৮ তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:52 PM |