বিডি দিনকাল ডেস্ক : আজ শনিবার রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারস এর রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সাক্ষাত করেন জাতীয়তাবাদী ‘সমমনা গণতান্ত্রিক জোট’-এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদের সভাপতি মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই, শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চের সভাপতি মনোয়ার হোসেন, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১-এর সভাপতি আনসার রহমান শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি বাহাদুর আহমেদ, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি আজিজা সুলতানা ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক।