আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৬
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের মেয়েদের। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দিশা বিশ্বাসের দল। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন তিনে নামা দিলারা আক্তার। ৪২ বলে ৭ চারে ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক-ব্যাটার। ওপেনার আফিয়া প্রত্যাশার ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রান। দুটি করে চার ও ছক্কা হাঁকান প্রত্যাশা। দলীয় ৭১ রানে প্রত্যাশার বিদায়ের পর বাকি কাজটুকু সারেন স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। ১৮ বলে ২ চার ও এক ছক্কায় ২৩* রান করেন স্বর্ণা। ২৫ বলে ৫ চারে সুমাইয়ার অবদান ৩১*।
এর আগে টসে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।
বিজ্ঞাপন
২২ রানে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফেরান অধিনায়ক দিশা বিশ্বাস। তবে তিনে নামা ক্ল্যারি মুরের হাফসেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ৫১ বলে ৭ চারে সর্বোচ্চ ৫২ রান করেন মুর। এলা হেওয়ার্ডের ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষ দিকে ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন অ্যানি স্মিথ।
৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার দিশা বিশ্বাসের। এছাড়া মারুফা আক্তার ৪ ওভারে ২৯ রানে নেন ২ উইকেট। রাবেয়া খান নেন ১ উইকেট।
১৬ দল নিয়ে এবারই প্রথম মাঠে গড়িয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের গ্রুপে (এ) রয়েছে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। চারটি গ্রুপ থেকে মোট ১২টি দল টিকে থাকবে সুপার সিক্স রাউন্ডের জন্য। সুপার সিক্স রাউন্ডকে আবার দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপের তিন দলের সঙ্গে ডি-গ্রুপের তিন দল নিয়ে গ্রুপ-১। আবার বি-গ্রুপের তিন দলের সঙ্গে সি-গ্রুপের তিন দল মিলে গ্রুপ-২। দুই গ্রুপের শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। ২৯শে জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর
টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৩০/৫ (ক্ল্যারি মুর ৫২, এলা হেওয়ার্ড ৩৫, অ্যানি স্মিথ ১৬*, রিস মেকেনা ১২*; মারুফা ২/২৯, দিশা ২/২৫, রাবেয়া ১/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮ ওভারে ১৩২/৩ (আফিয়া প্রত্যাশা ২৪, দিলারা আক্তার ৪০, স্বর্ণা আক্তার ২৩*, সুমাইয়া আক্তার ৩১*; ক্লোই আইনসওয়ার্থ, রিস মেকেনা ১/৩১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৭ উইকেটে জয়ী।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |