আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৮
এম, এ কাশেম, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইউপজেলার বারইয়ারহাট পৌরবাজারের ‘শেফা ইসান হাসপাতাল’ এ ৪ পা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে! চারিদিকে এ খবর ছড়িয়ে পড়ায় উৎসুক নারী-পুরষরা শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালটিতে ভিঁড় জমায়।
মঙ্গলবার (১৭ জানুয়াারি) ভোররাতে বারইয়ারহাট পৌরসভার ওই ‘শফা ইনসান হাসপাতাল’ এ শিশুটির জন্ম হয়। শিশুর মা সুস্থ হলে ও শিশুটির হালকা শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, চট্টগ্রামের পাহাড়ী উপজেলা ফটিকছড়ি’র বাগানবাজার ইউনিয়নের হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার (১৯) এ শিশুর জন্ম দিয়েছেন।
নবজাতকের বাবা সাইদুল ইসলাম ‘বিডি দিনকাল’কে জানান, গত ২বছর পূর্বে তাদের বিয়ে হয়। এবং বিয়ের পর তার স্ত্রী প্রথম সন্তান জন্ম দেয়ার পর তা মারা যায়। আর মঙ্গলবার ভোরে তাদের এ কন্যা সন্তানটির জন্ম হলো। এতে সবার মুখে হাসি ফুটলে ও স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন।
ওই হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মারিয়া কিবতিয়া জানান, সোমবার রাত ২টার দিকে নাসরিন আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এবং পরদিন মঙ্গলবার ভোর ৫টার দিকে ৪ পা বিশিষ্ট এই কন্যা শিশুটির স্বাভাবিক প্রসব হয়।
‘শেফা ইনসান হাসপাতাল’র কর্ণধার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এস এ ফারুক ‘বিডি দিনকাল’ পত্রিকাকে জানান, ‘শিশুটির ৪ পা’র মধ্যে দু’টি পা ক্লাব ফুট (মুগুর পা) এবং বাকি দু’টি পা অস্বাভাবিক। মেরুদন্ড মেনিগোসিল। শিশুটির ওজন ২ কেজি ৮০০ গ্রাম। শিশুটির মা পুরোপুরি সুস্থ থাকলে ও শিশুটির হালকা শ্বাসকষ্ট রয়েছে।’
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |