আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৯
বিডি দিনকাল ডেস্ক : জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে “মাহেরমজান’ সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩২ টির বেশি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ১১০ জন ।
‘একই ছাদের তলায় বিশ্ব’ স্লোগানে নিয়ে শুরু হওয়া এই উৎসবের ৩য় আসর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম । ৩ দিনব্যাপী উৎসবে অংশগ্রহণ করা বাংলাদেশসহ ৩২ টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প, দেশীয় পোশাক ও খাবার প্রদর্শনের আয়োজন করেন। প্রদর্শনীর সমাপনী দিনে স্টল ও অন্যান্য আয়োজনের ওপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে।
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও পোশাক দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছেন বাংলাদেশ স্টল। শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম বাংলাদেশ স্টল পরিদর্শন ও বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শ্রম কাউন্সিলর বলেন, ‘এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। পাশাপাশি সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের বৃত্তি বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |