আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৩
এম, এ কাশেম, চট্টগ্রাম পার্ব্বত্যাঞ্চল থেকে ফিরে : পার্ব্বত্য এলাকা বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণ’র ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে, সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।
গত ১১ জানুয়ারি বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দেয়া এক সপ্তাহের সাময়িক নিষেধাজ্ঞার সময়সীমা বুধবার রাতে শেষ হয়েছে। নতুন ভাবে নিষেধাজ্ঞা জারি না করায় থানচি উপজেলায় ভ্রমণে পর্যটকদের আর কোনো বাধা থাকছে না।
নিষেধাজ্ঞা না থাকায় দেশী-বিদেশী পর্যটকরা থানচি উপজেলার রোমাঞ্চকর পর্যটন স্পট নাফাক্কুম, রেমাক্রী, বড়মদক, আন্ধারমানিক, অমিয়কুম, তমাতুঙ্গি সহ দর্শনীয় অন্যান্য স্থানগুলো ভ্রমণ করতে পারবেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্র জানিয়েছে, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকা গুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় রেখে গত বছরের ১৬ ডিসেম্বর থেকে রুমা ও রোয়াংছড়ি দু’টি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিলো প্রশাসন।
নিষেধাজ্ঞার কারণে রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝর্ণা, তিনাপ সাইতার, রিজুক ঝর্ণা সহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারছেন না পর্যটকরা।
এদিকে একের পর এক পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞায় গোটা বান্দরবান জেলায় ধ্বস নেমেছে পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের ব্যবসা বাণিজ্যে। পর্যটনের ভরা মৌসুমেও ফাঁকা হয়ে পড়েছে জেলার দর্শনীয় পর্যটন স্পটগুলো।
নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাংবাদিকদের জানান, সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি এ দু’টি উপজেলায় ১৬ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে, থানচি উপজেলা ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা নেই। বুধবার থেকে পর্যটকরা থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াতে পারবেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |