আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৩
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন বটতলী এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০৩ টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয় ।
কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন বটতলী এলাকায় র্যাব অভিযান চালায় , সেখান হতে পরিত্যাক্ত অবস্থায় ০৩ টি ওয়ান শুটারগানউদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, ৫/৬ জনের একটি গ্রæপ কিছুদিন ধরে আক্কেলপুর থানাধীন বটতলী এলাকার ছিনতাইয়ের কাজের সাথে জড়িত বলে জানা যায়। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ছিনতাই করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় একটি মেহগনি বাগানে আজ অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত গ্রæপের লোকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঐ স্থান সার্চ করে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
পরিত্যাক্ত ওয়ান শুটারগানগুলো জয়পুরহাট জেলার আক্কেলপুরথানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |