- প্রচ্ছদ
-
- ঢাকা
- গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
গ্যাস, বিদ্যূতসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবীতে
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা জেলা ছাত্র, যুব, শ্রমিক গনঅধিকার পরিষদের উদ্দ্যোগে শত শত নেতাকর্মীরা নবীনগর- চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে মানববন্ধন পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে গ্যাস, বিদ্যূতসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবী জানান ঢাকা জেলা গণ অধিকার পরিষদ।
এসময় ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এ্যাডভোকেট শেক সৌকত হোসেনের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, ঢাকা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাছির উদ্দিন পল্লব, সাভার উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক কামরুজ্জামান, দোহার উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ জব্বার, ধামরাই উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ হোসেন আলী, আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ উমর ফারুকসহ অন্যান্য বক্তারা বলেন, ভোটার বিহীন, ফ্যাসিবাদী ও অবৈধ সরকার গ্যাস, বিদ্যূতসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র দেশের সাধারন মানুষের ক্রয় ক্ষমতার অধিকার কেড়ে নিয়েছে। অনতিবিলম্বে গ্যাস, বিদ্যূতসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আনা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে গদী থেকে টেনে হিচরে নামানো হবে এবং দেশের জনগনের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বক্তারা সেই সাথে নিন্দা জানান কয়েকটি জেলায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতাকর্মীদের উপর আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে।
Please follow and like us:
20 20