আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:২৪
যোবায়ের হোসাইন:-উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিভিন্ন ব্যক্তি মালিকানা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টার এবং কিছু ফার্মেসীকে কেন্দ্র করে নকল ফুড সাপ্লিম্যান্ট মাল্টিভিটামিনের ভয়ানক বানিজ্যের অভিযোগ উঠেছে।
দেখা যায়, ফার্মেসিগুলোতে অবৈধভাবে অবাধে বিক্রি হচ্ছে ফুড সাল্পিম্যান্ট এর ব্যানারে নকল স্টেরয়েড সমৃদ্ধ ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল ও জিং সমৃদ্ধ ওষুধ। ওষুধ প্রশাসন অধিদফতরের আরোপিত কোন বিধিনিষেধও মানছেন না ফার্মেসি ব্যবসায়ীরা। তারা বৈধ লাইসেন্সের আড়ালে অবৈধভাবে নকল ফুড সাপ্লিম্যান্ট মাল্টিভিটামিন বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।
ওষুধ প্রশাসন অধিদফতর প্রজ্ঞাপণের মাধ্যমে ওষুধের ফার্মেসিতে ফুড সাপ্লিম্যান্ট সামগ্রী বিক্রি, প্রদর্শন ও মজুদ নিষিদ্ধ করেছে, কিন্তু এ বিধিনিষেধের তোয়াক্কা করছে না মুনাফাখোর ব্যবসায়ীরা।
এখন অনেক ফার্মেসিতে দেখা যাচ্ছে, শুধু ওষুধ নয়, বিভিন্ন খাদ্য, কসমেটিকস, নিউট্রিশনাল সাপ্লিম্যান্ট, ফুড সাপ্লিম্যান্ট এবং টেস্টি স্যালাইনসহ অনেক কিছুই কিনতে পাওয়া যায়। কোন কোন ফার্মেসীতে সার্জিক্যাল আইটেম বিক্রি করতেও দেখা যায়।
ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী যে কোন ধরনের ওষুধ এবং ওষুধ আইনের সংজ্ঞাযুক্ত সার্জিক্যাল আইটেম উৎপাদন, সংরক্ষণ, প্রদর্শন, বিক্রি ও বিতরণের জন্য ওষুধ প্রশাসন অধিদফতর থেকে লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। লাইসেন্সবিহীন ওষুধের ব্যবসা করা আইনত শাস্তিযোগ্য অপরাধ।
লাইসেন্সধারী ফার্মেসিতে আইনত শুধু বৈধ ওষুধ সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, বিক্রি ও বিতরণ করা যাবে। কোন প্রকার ফুড বা ফুড সাপ্লিম্যান্ট/নিউট্রিশনাল সাপ্লিম্যান্ট, হার্বাল ফুড বা টেস্টি স্যালাইন, এনার্জি ড্রিংকস, কসমেটিকস ইত্যাদি সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, বিক্রি ও বিতরণ করা যাবে না। ফার্মেসিতে উল্লেখিত পণ্যগুলো পাওয়া গেলে তা জব্দ করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
উত্তরায় নকল ফুড সাপ্লিম্যান্ট বিক্রি করে আঙ্গুল ফুলে বটগাছ হচ্ছে কিছু ডাক্তার, ফার্মেসি মালিক ও এর সাথে জড়িত হোতাকর্তারা। ভ‚য়া ওষুধ ক্রয়- বিক্রয়ে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে প্রতিবেদক যোবায়ের হোসাইন এর ধারাবাহিক ১১টি পর্বেও ২য় পর্ব এটি।
তথ্যানুসন্ধানে দেখা যায়, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে কেন্দ্র করে ফেরদৌসী ফার্মেসিতে সবচেয়ে বেশি নকল ফুড সাপ্লিম্যান্ট ক্রয়- বিক্রয় হয়ে থাকে। এছাড়াও ফার্মেসিটি বিভিন্ন দেশি- বিদেশি এনার্জি ড্রিংকস, বেকারি খাদ্য, কসমেটিকস পণ্যের জন্যেও প্রসিদ্ধ।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উত্তরা অধুনিক মেডিকেল সংলগ্ন ৯ নং সেক্টরের ১ নং রোডের ১ নং আবাসিক বাড়ির নিচ তলায় অবস্থিত ফেরদৌসী ফার্মেসী। ফার্মেসিটির মালিক শরিফুল ইসলাম বিসিডিএস সমিতির সিনিয়র সহসভাপতি। এটি বিসিডিএস সংগঠনে সাধারন সম্পাদক পদ। বিভিন্ন ফার্মেসিতে ভেজাল বিরোধি অভিযান হলেও তার ফার্মেসিতে কখনো ভেজাল বিরোধি অভিযান হয়না। ফার্মেসিতে দেখা যায়, শিশুওদের হরেক রকমের মাল্টিভিটামিন। এর মধ্যে অন্যতম Deen D3, Daily vit, UNI D3, P D3 drops, Ultra D3, Fun D3। এসব মাল্টিভিটামিন বাজারজাতের কোন বৈধ কাগজপত্র নেই।
সরবরাহকারিরা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দ্বারা (বিসিএসআইআর) পরীক্ষিত বলে উল্লেখ করা কিছু কাগজপত্র দেখান, কিন্তু তাতে ভিটামিন হিসেবে অনুমোদনের কথা বলা নেই বা অনুমোদনের কোন কাগজপত্র নেই। ভিটামিন হিসেবে বাজারজাতের জন্য রয়েছে সিটি কর্পেোরেশনের ট্রেড লাইসেন্স। এটি একটি ধোকাবাজি ও গ্রাহকের আস্থা অর্জনের কৌশল বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ফার্মেসিতে আরো দেখা যায়, RBM Corporation একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা বন্ধ্যা মহিলাদের বন্ধ্যাত্ব দূরিকরণের Ova mil ও Prolific – F ওষুধ বিক্রি করতে। এসব ওষুধের কোন ছাড়পত্র নেই। বয়স্ক লোকদের হাড় শক্ত ও ব্যাথা দূরিকরণের জন্য রয়েছে “বনোজেল ডি৩” নামক একটি ক্যালসিয়াম ট্যাবলেট। এই ক্যালসিয়াম সরবরাহকারি প্রতিষ্ঠান ওষুধটির বাজারজাতের জন্য কোন কাগজপত্র দেখাতে পারেনি। অনুসন্ধানে দেখা যায়, ফার্মেসিতে এরকম প্রায় শতাধিক কোম্পানীর নকল ওষূধ দৈনিক শত শত মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।
বিষয়টি নিয়ে কয়েকবার ফার্মেসির মালিক ও বিসিডিএস এর সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এবিষয়ে ফারিয়া ফার্মেসির মালিক জানান, ফেরদৌসী ফার্মেসী ফুড সাপ্লিম্যান্ট বিক্রি বন্ধ করে দিলে উত্তরা আধুনিক মেডিকেল কেন্দ্রিক এই ব্যবসা বন্ধ হয়ে যাবে।
গত বছর উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের ফার্মেসিগুলোতে RAb এর ব্যাপক অভিযান হয়। অভিযানে ৫টি ফার্মেসিকে জরিমানা করা হয়। তখন মুন স্যারজিকেল ফার্মেসির মালিক মুন বলেন, এখানে ভূয়া ও নকল ওষুধের ব্যবসা করে ফেরদৌসি ফার্মেসি। তাদের কোন জরিমানা হয় না!
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |