- প্রচ্ছদ
-
- রাজনীতি
- শোক সংবাদ: জয়পুরহাট মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন
শোক সংবাদ: জয়পুরহাট মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি :-জয়পুরহাট জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ,পাঁচ বিবি উপজেলায় সাবেক ভাইস চেয়ারম্যান, দৌলতুন নাহার দোলন,আজ সোমবার ৫-৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাএলাইহে রাজেউন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা বিএনপির আহবায়ক প্রিন্সিপাল শামছুলহক, যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সাবেক মেয়র ফজলুর রহমান,সাংবাদিক আবুবকর সিদ্দিক,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, পাচবিবি উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, ছাত্র দল,যুবদল কৃষক দলের নেতা ও কর্মীরা এক বিবৃতিতে জানিয়েছেন যে তার মৃত্যুতে অপুরনীয় ক্ষতি হলো দলের।
তিনি আজীবন গনতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন।তার শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
Please follow and like us:
20 20