আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৯
বিডি দিনকাল ডেস্ক :রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ রুশান শেখ ও মোঃ ফয়সাল হাজারী। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) রাত ৮:৩০টায় রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ডিবি টিম সংবাদ পায় যে, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি টিম শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়। রাত ৮:৩০টায় প্রাইভেটকারটি শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এসে পৌঁছালে পুলিশ গাড়িটি থামায়। এরপর গাড়িটি তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |