আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৯
বিডি দিনকাল ডেস্ক : -যুগপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও মিথ্যা মামলা, গ্রেফতার ও গুলিসহ দমন-নিপীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, গণ বিরোধী ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে দেশব্যাপী সকল মহানগরে এই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব-স্ব বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ ঃ
আগামীকাল শুক্রবার বেলা ২:৩০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে মতিঝিল গোপিবাগ থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজারে গিয়ে শেষ হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণের এই পদযাত্রার নেতৃত্ব দেবেন। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ করবেন।
ঢাকা মহানগর উত্তর ঃ
আগামীকাল শুক্রবার বেলা ২:৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা মহানগর উত্তরের এই পদযাত্রার নেতৃত্ব দেবেন। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
আগামী শনিবার অন্যান্য মহানগরে অনুষ্ঠিতব্য পদযাত্রায় অংশগ্রহণকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দের তালিকা ঃ
ময়মনসিংহ মহানগর ঃ
আগামী শনিবার ময়মনসিংহ মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ময়মনসিংহ মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
নারায়ণগঞ্জ মহানগর ঃ
আগামী শনিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায় নারায়ণগঞ্জ মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
সিলেট মহানগর ঃ
আগামী শনিবার সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিলেট মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহমিনা রুশদীর লুনা, ড. মোঃ এনামুল হক চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদীর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
চট্টগ্রাম মহানগর ঃ
আগামী শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোঃ নাসির উদ্দিন, চেয়ারপার্সনের উপাদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) ও এস এম ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
বরিশাল মহানগর ঃ
আগামী শনিবার বরিশাল মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বরিশাল মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমান সরোয়ার ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
রাজশাহী মহানগর ঃ
আগামী শনিবার রাজশাহী মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, অধ্যাপক শাহজাহান মিয়া, কর্ণেল (অবঃ) এম এ লতিফ খান ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
খুলনা মহানগর ঃ
আগামী শনিবার খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু খুলনা মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
কুমিল্লা মহানগর ঃ
আগামী শনিবার কুমিল্লা মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান কুমিল্লা মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
গাজীপুর মহানগর ঃ
আগামী শনিবার গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গাজীপুর মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
ফরিদপুর মহানগর ঃ
আগামী শনিবার ফরিদপুর মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ফরিদপুর মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ¦ মোঃ জহিরুল হক শাহজাদা মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
রংপুর মহানগর ঃ
আগামী শনিবার রংপুর মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রংপুর মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল মহানগরবাসী এবং মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানূধ্যায়ীদের প্রতি আগামীকাল শুক্রবার ঢাকায় এবং শনিবার দেশব্যাপী অন্যান্য মহানগরে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকারের সৃষ্ট জনদুর্ভোগ, দমন-নিপীড়নের প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ে চলমান গণআন্দোলন বেগবান করার আহ্বান জানিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |