আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২১
কামরুল হাসান বাবলু :-মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং মঙ্গলবার সকাল পৌনে ৮টায় আজিমপুর কবরস্থানে শ্রদ্ধা জানান দলটির নেতারা।
প্রভাত ফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মূল বেদীদে আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে নেতা কর্মীরা পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা কিছুক্ষন বেদীমূলে ফুল দিয়ে নিবরে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে ২৬ থানা ,৭১টি ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দরা ।
দিনের প্রথম প্রহরেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতা কর্মীরা ব্যানার ও ফুলের তোড়া নিয়ে এক এক করে উপস্থিত হন নির্ধারিত স্থানে ।হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |