আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:১৪
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ : অমর একুশে বাঙালি জাতির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সাথে মিল রেখে বাংলাদেশ সময় রাত ১২ টা ১ মিনিটে ও ইতালি সময় রাত ৭ টা ১ মিনিটে ইতালির পাদোভা শহরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সকলে। পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদিস, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, মোশারফ মোল্লা, জাহাঙ্গির ছেয়াল,মামুন ঢালী, সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করেন। একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার আন্দোলনের দিন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন। প্রবাসে শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ইতালির পাদোভা শহরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পেরে ভালোলাগা ও আত্মতৃপ্তি প্রকাশ করেছেন ভেনিস আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত সবাই। একুশের চেতনায় উজ্জীবিত হয়েই আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের অধিকার আদায়ের জন্য, আত্মসচেতন হওয়ার প্রেরণা দিয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |