আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২১
বিডি দিনকাল ডেস্ক : -তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করতে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। গতকাল রংপুর বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এ ধরনের ১০টি বৈঠকের মাধ্যমে সারা দেশের প্রায় চার হাজার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন দলটির শীর্ষ নেতারা।
প্রথমদিনের বৈঠকে আন্দোলন-সংগ্রামে সর্বোচ্চ সহযোগিতা করতে তৃণমূলের জনপ্রতিনিধিদের নির্দেশনাও দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০১-পরবর্তী সময়ে বিএনপি মনোনীত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদেরকে এই নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে সকল মান- অভিমান ভুলে দলটির কেন্দ্রীয় নির্দেশ পালন ও বাস্তবায়নের আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
রংপুর বিভাগের সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে গতকাল ভার্চ্যুয়াল বৈঠক করেন তারেক রহমান। বৈঠকটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন দলটির শীর্ষ নেতারা।
বৈঠকে অংশ নেয়া জনপ্রতিনিধিরা বলছেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকায় নেতাকর্মীদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল নিষ্ক্রিয় নেতাকে সক্রিয় হতে নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চলমান আন্দোলনে সকলের অংশগ্রহণ চান তিনি।এছাড়া তৃণমূলে নেতাকর্মীদের বিভেদ ও দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করতে বলেছেন।
সূত্র জানায়, জনপ্রতিনিধিদের কাছে স্থানীয় বিএনপি’র সাংগঠনিক পরিস্থিতি জানতে চান তারেক রহমান। এ সময় অনেকেই তাদের নিজ নিজ এলাকার দলের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। স্থানীয় বিএনপি’র নেতাদের বিরুদ্ধে অভিযোগও করেন তারা। অভিযোগগুলো খতিয়ে দেখতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সম্প্রতি নিষ্ক্রিয় হয়ে পড়া নেতাদের সক্রিয় করতে উদ্যোগ নেয় বিএনপি। প্রথম ধাপে স্থানীয় জনপ্রতিনিধিদের জন্য বৈঠক করবে দলটির হাইকমান্ড। ক্রমান্বয়ে দলটির সাবেক ও বর্তমান সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। ইতিমধ্যে নিষ্ক্রিয় নেতাদের তালিকা প্রস্তুত করেছে দলটির দপ্তর বিভাগ।
গতকাল রংপুর বিভাগের বিএনপি মনোনীত সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বসেছেন দলটির হাইকমান্ড। আগামী ২৭শে ফেব্রুয়ারি খুলনা বিভাগ, ২৮শে ফেব্রুয়ারি সিলেট ও খুলনা বিভাগ, ১লা মার্চ বরিশাল বিভাগ, ২রা মার্চ ঢাকা বিভাগ, ৫ই মার্চ ফরিদপুর ও কুমিল্লা বিভাগ, ১৩ই মার্চ চট্টগ্রাম বিভাগ, ১৪ই মার্চ চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ, ১৫ই মার্চ রাজশাহী বিভাগ এবং ১৬ই মার্চ ময়মনসিংহ বিভাগের সঙ্গে এ মতবিনিময় সভা করবে বিএনপি’র নীতি-নির্ধারণী ফোরাম। ধারাবাহিক এই বৈঠকে বিএনপি’র সমর্থনে বিজয়ী স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের প্রায় ৪ হাজার জন অংশ নেবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |