মোহাম্মদ শরীফুল ইসলাম:-কৃষক শ্রমিক জনতালীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেন, খালেদা জিয়া আমার মত মুক্ত নন। তিনি এখন রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করতে হলে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। আটিয়া বন অধ্যাদেশ ৮২ সম্পর্র্কে কড়া মন্তব্য করে বলেন-একশ-দেড়শ বছর যাবত বাড়িঘর করে বসতি স্থাপন করে এখন মানুষ জানতে পারে জমি তাদের নাই, জমি এখন ফরেষ্টারের। ঘর তুলতে গেলে নিষেধ করে। আবার গোপনে টাকা খাইয়া ঘর তুলতে দেয়। ফরেষ্টার আর গাছ চোরদের সম্পর্ক আছে। গাছ চোরেরা ফরেষ্টারকে ভাগ দেয়।
তিনি আরো বলেন, ক্ষমতা হচ্ছে সংগঠনের। সংগঠন যত শক্তিশালী হবে ক্ষমতাও ততই শক্তিশালী হবে। তিনি সকলকে গামছায় ছায়াতলে আসার অনুরোধ করেন। এরশাদ যদি রংপুরে লাঙ্গল প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমরা কেন টাঙ্গা্লই গামছা প্রতিষ্ঠা করতে পারবো না ।টাঙ্গাইলের সখিপুরে যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফ্রেরুয়ারী (শুক্রবার) বোয়ালী ডিগ্রী কলেজ মাঠে বিকেলে এই জনসভা অনুষ্ঠিত হয়। যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আলহাজ মোঃ জহির উদ্দিন ডিলারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম,কৃষক শ্রমিক-জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, কেন্দ্রীয় কমটির সদস্য সা’দত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবুল মনসুর শামীম (আজাদ সিদ্দিকী), টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু,উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস সবুর খান, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব,আশিক জাহাঙ্গীর,গোলাম সরোয়ার সিদ্দিকী, প্রমুখ।
এসময় জনসভায় সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ, কৃষক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।