বিডি দিনকাল ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী মো. মাহবুব আল আমিন ডিউ আর নেই। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় রাজধানী সোবহানবাগের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও বহু ভক্ত অনুরাগী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ শনিবার বাদ জোহর সোবহানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরহুম মাহবুব আল আমীন ডিউ’কে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের মায়ের কবরে সমাহিত করা হবে ।