আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩৭
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি- নওগাঁয় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমত বর্ডার এলাকা হতে ২০৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে শুক্রবার ভোর সাড়ে ৫টায় জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমত বর্ডার এলাকায় অভিযান পরিচালনা করে ২০৪ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমতের মৃত আব্দুল হাকিমের ছেলে নজরুল ইসলাম (৫৬), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৫) ও বাপ্পি(১৮)। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |