আজ ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্থানীয় এক হাসপাতালে নেত্রকোনা জেলা পদযাত্রায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মীদের সশস্ত্র হামলায় আহত বিএনপি নেতাদের দেখতে যান। তিনি আহত নেতাদের চিকিৎসার খোজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।তিনি নেত্রকোণায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার দাবী করেন।
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা.আনোরুল হক,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ উপস্থিত ছিলেন।