- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু’র মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম
নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু’র মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃনড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু নিহত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)। এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর এবং বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
Please follow and like us:
20 20