- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে শেখ হাসিনার গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন
রাণীশংকৈলে শেখ হাসিনার গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী গ্রামে রবিবার (২৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা গৃহিনী ফার্মের উদ্বোধন করা হয়।ওই গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক।
এর আগে ফার্ম চত্বরে ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ জ ম সফিউল্লাহ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব প্রমুখ।
এছাড়াও উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক গোলাম সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ’লীগ সদস্য তারেক আজিজ প্রমুখ।
প্রসঙ্গতঃ শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাস দিয়ে ফার্মটির যাত্রা শুরু করা হয়েছে।
Please follow and like us:
20 20