আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৪
ঢাকায় সফরররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো আন্দ্রেজ ক্যাফিরিওকে প্রটোকলের জন্য বরাদ্দ দেয়া গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। বিদেশি অতিথির ডিউটি শেষ করে গাড়িটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জমা না দিয়ে বাসায় নিয়েছিলেন চালক সোহরাব হোসেন। চালকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে গাড়িটি নিয়ে ঘুরতে বের হলে দুর্ঘটনার শিকার হন। এতে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর গাড়িচালক সোহরাব হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোহরাব হোসেন বর্তমানে পলাতক আছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্জেন্টিনার মন্ত্রীকে বিকল্প গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ডিউটি শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে গাড়িটি জমা না দিয়ে নিজের বাসায় চলে যান চালক। গাড়িটি নিয়ে তার মেয়ে ঘুরতে বের হলে মিরপুর এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর থেকে সোহরাব হোসেন পলাতক রয়েছেন।
তার সঙ্গে পররাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়ি চালক সোহরাব হোসেনকে বরখাস্ত করে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |