আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪২
কামরুল হাসান বাবলু:- সরকার পতনসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ সারা দেশের মহানগরগুলোর থানা পর্যায়ে পদযাত্রা করে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। এই কর্মসূচির মাধ্যমে থানায় থানায় অবস্থান জানান দিয়েছে দল গুলো। পদযাত্রা সফল করতে পূর্ব থেকেই নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এদিকে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড , আব্দুল মঈন খান এবং বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণ এর মধ্য দিয়ে মিরপুর পল্লবী থানার উদ্যোগে পদযাত্রাটি তবলগ সিরামিক রোড থেকে শুরু হয়ে সাংবাদিক ফ্লট মোড়,এভিনিউ ফাইভ, বটতলা হয়ে মিরপুর ১০ গোল চত্বরে গিয়ে শেষ হয়।
আমরা বাংলাদেশের মানুষের সকল অধিকার ফিরে আনবো, শিশুদেরও অধিকার ফিরে আনা হবে বলে পদযাত্রা শুরুর আগে প্রধান অতিথির সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে মঈন খান এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন , বিদ্যুতের নামে সরকার যে দুর্নীতি করেছে তার কারনে আজ সরকারের কোষাগার শূন্য হয়ে পরেছে। তারা কর্মচারীদের বেতন দিতে পারছেনা, বিদেশে আমদানি রেজেস্ট্রী খুলতে পারছেনা। তাই তারা এখন “আইএমএফ” এর দ্বারস্ত হয়েছে।
এই সরকারকে চরম একটি ব্যার্থত সরকার বলে তাদের পদত্যাগ দাবি করেন। সরকারের উদ্দেশ্য করে এই ভুয়া পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে একটি নিরেপক্ষ নির্বাচন দেয়ার আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক প্রধান অতিথি সহ পদযাত্রায় অংশগ্রহণ কারি সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, আজ রাজধানী ঢাকা বিএনপির দখলে। এই দখল আমরা ছাড়বনা।এই সরকারকে ক্ষমতাচ্যুত করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তো করেই রাজপথের দখল আমরা ছাড়ব বলে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান আমিনুল হক।।
পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশর সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল হোসেন। মহানগর উত্তর বিএনপির সদস্য এবিএম এ রাজ্জাক, মাহবুবুল আলম মনটু সহ থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং সকল অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ জনতারও উপস্থিতি ছিল এই পদযাত্রায়।
অন্নদিকে পল্লবী থানা বিএনপির পাশাপাশি মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানায় পূর্বঘুষিত নির্ধারিত স্থানে একযোগ পদযাত্রা কর্মসূচী পালন করা হয়।
ঢাকাসহ সকল মহানগরে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি। প্রথমবারের মতো থানা পর্যায়ের এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে ইউনিয়ন-জেলা-বিভাগের পর এবার সারা দেশে থানায় থানায় পদযাত্রা করছে দলগুলো। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক কর্মসূচির এটি অষ্টম কর্মসূচি। এর আগে গত ২৩শে ডিসেম্বর গণমিছিলের মধ্যদিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।চলমান আন্দোলন জোরালো করতে সর্বস্তরের নেতাকর্মীদের দেয়া হয়েছে।
পদযাত্রার ভিডিও দেখতে নিম্নের লিঙ্কটি ওপেন করুনঃ
https://drive.google.com/file/d/1ZyGPxM_9Gyxt6saS51smrkRbM9yG_6AO/view
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |