আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৫
বিডি দিনকাল ডেস্ক : পবিত্র রমজান মাসে রাজনীতিবিদ, কূটনীতিক ও পেশাজীবীদের সম্মানে এবারও ইফতার পার্টির আয়োজন করছে বিএনপি। এরমধ্যে পহেলা রমজান এতিম ও আলেম-ওলামাদের নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে, ৪ রমজান পেশাজীবীদের সম্মানে, ১১ রমজান রাজনীতিবিদদের সম্মানে এবং ৬ অথবা ৭ রমজান কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে এই ইফতার পার্টির আয়োজন করবে দলটি।
দলীয় সূত্রে জানা যায়, পুরো রমজান মাস জুড়ে নিজেদের এবং সমমনা রাজনৈতিক দলের ইফতার পার্টি নিয়ে ব্যস্ত থাকবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে বড় ধরনের ইফতারে আয়োজন করা হবে। বিভিন্ন অঙ্গসংগঠন ও দল সমর্থিত পেশাজীবি সংগঠনের ব্যানারেও ইফতার পার্টির আয়োজন পরিকল্পনা রয়েছে।
এদিকে এবারও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া ইফতার এর আয়োজন করছে বিএনপি । সাধারণত বেগম খালেদা জিয়া প্রথম রমজান এতিমদের সাথে ইফতার করতেন। বিএনপি আয়োজিত সকল ইফতার অনুষ্ঠানে স্কাইপিতে সংযুক্ত থাকে পারেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।
সমমনা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, ১২ দলীয় জোট, এনপিপি, লেবার পার্টি, এলডিপি পৃথকভাবে ইফতার পার্টির আয়োজন করবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |