আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৪
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর রামপুরা থানার তালতলা মার্কেটের পাশে একটি স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ২০ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে রামপুরা ও খিলগাঁও থানার যৌথ টিম। গ্রেফতারকৃতদের কাছ থেকে এই সময় জুয়া খেলার কার্ড ও টাকা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইদুল ইসলাম, মোঃ আমান উল্লাহ আমান, মোঃ শরিফ, ওয়াসিম উদ্দিন ওরফে সাইফুল, মোঃ সাগর আহমেদ, মোঃ সুমন মিয়া, মোঃ রুবেল, মোঃ হক মিয়া, মোঃ মকসুদ, মোঃ মোস্তফা হোসেন, মোঃ স্বপন, মোঃ জসিম সরদার, মোঃ মনির, মোঃ লাট মিয়া, মোঃ জাফর সরদার, মোঃ কামাল হোসেন, মোঃ বাদশা মিয়া, মোঃ ইয়াছিন বেপারী, মোঃ খোকন ও মোঃ হানিফ ঢালী।
রামপুরা থানা সূত্রে জানানো হয়, গত কয়েকদিন ধরে জুয়ার আসর বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলো একটি দল। খবর পেয়েই তৎপর হয় রামপুরা থানা পুলিশ। পরে গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ১৮ জন ব্যক্তি জুয়া খেলায় লিপ্ত, আর দুজন ব্যক্তি বাড়ি পাহারায় নিয়োজিত। তাদের সবাইকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার কার্ড ও টাকা। এ কাজের মূল হোতা টিক্কা জাহাঙ্গীর এবং সায়েম। তবে জুয়ার বোর্ড পরিচালনা করতো আমান। এই আমান জুয়ার বোর্ড থেকে টাকা তুলে আশ্রয়দাতাদের মাঝে মাসোহারা দিতো।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানের সার্বিক নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |