আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১১
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : দু’দিন পর থেকে শুরু হওয়া রোজার মাসকে সামনে রেখে চট্টগ্রামে এক শ্রেণীর মুনাফাখোর ব্যবসায়ীরা অধিক তৎপর হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিষের দাম দ্বিগুণ- তিনগুন বাড়িয়ে দিয়ে তারা তাদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের বাজার মনিটরিং না থাকায় তাদের পোয়া বারো হিসেবে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বলাবলি করে যাচ্ছে। এ ছাড়া, এক শ্রেণীর রাজনৈতিক ‘মোড়ল’রা সরকারি/ বে- সরকারি জায়গা দখলে নিয়ে দোর্দন্ডে প্রভাব বিস্তারের মাধ্যমে চালিয়ে যাচ্ছে তাদের দু’নম্বরী ব্যবসা। এতে কার্যকর ব্যবস্থা গ্রহনে দুদক, ভোক্তা অধিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসনের কোনো কর্তাব্যক্তিদের কোনো তৎপরতা নেই বললেই চলে। যার কারনে ওই সব দু’নম্বরী/মুনাফাখোর ব্যবসায়ীরা সোৎসাহে মেতে রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
তবে, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভৃমি) মোঃ মিজানুর রহমান মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে যাচ্ছেন বলে জানা গেছে।
উচ্ছেদ অভিযান’র ফাঁকে দু’দিন পর থেকে শুরু হওয়া রমজান/রোজার মাসে বাজার মনিটরিং করার খুব বেশী জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার বড় ও পাইকারি বাজার খ্যাত বারইয়ারহাট পৌরসভা বাজারটা প্রশাসনের নিয়ন্ত্রণে রাখতে পারলে পুরো উপজেলার মানুষের স্বস্তি ফিরে আসবে বলে অনেকেই মনে করেন। অপর দিকে অন্যান্য উপজেলা গুলো কে ও প্রশাসনিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে পারলে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা যাবে বলে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি বিশেষরা মনে করেন।।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |