আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৩
রুহুল আমিন খান স্বপন : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ফরিদগঞ্জে ৩১টি ঘর উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলার পৌরসভার নোয়াগাঁও গ্রামে ১৭ টি ও ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন রুপসা গ্রামে ১৪ টি মোট ৩১ টি ঘর নির্মাণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এর সাথে সঙ্গতি রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন উপকারভোগীদের হাতে ঘরের কবুলিয়াতসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলেদেন। ফরিদগঞ্জে এ পর্যায়ে নিজে মালিকানা হিসেবে বাসস্থান পেয়ে উপকার ভোগী নোয়াগাঁও বসবাসকারীরা হলেন, সংকর চন্দ্র দাস, আছর উদ্দিন মিজি,হাছিনা বেগম,ইসমাইল হোসেন,রহিমা,ইসমাইল হোসেন,রষিদা বেগম,আজিজুর রহমান মিন্টু,আয়াতের নেছা,মো: ওসমান গনি,মো: স্বপন মিযা,মো: সোজেল, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন,ছোলেমান,কুলছমা বেগম,এবং রুপসা গ্রামে বসবাসকারীরা হলেন জেসমিন বেগম,রুপভানু,মোঃ মোস্তফা, মোঃ কাদির,আব্দুল কুদ্দুস মিজি,খুরশিদা বেগম,মোঃ কুদ্দুস খান,শাহনাজ বেগম,মোঃ আজিজুর রহমান,পারভীন আক্তার,শ্যামল দাস,ফরিদা আক্তার,জাপর,মিজানুর রহমান,আরিফ হোসেন, এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিহীন গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অত্যন্ত বিরল প্রজেক্ট। পৃথিবীর কোথাও এমন কোন দেশ নাই যেখানে সারাদেশের এতগুলো ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা করে ঘর প্রদান করা হচ্ছে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আজিজুন নাহার এর পরিচালনায় গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ রাশেদা আক্তার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার শহীদ উল্ল্যাহ তপাদার,থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল , প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার,প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |