আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট শহীদ জিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির আহবায়ক সহজ সরল ও সাদা মনের মানুষ অধ্যক্ষ শামসুল হক (৭৩) ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে ও স্ত্রী সহ বন্ধু, বান্ধব, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, উচ্চরক্তচাপ, লিভারে পানি জমা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মরহুম অধ্যক্ষ শামসুল হকের ১ম নামাজে জানাজা শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় নামাজে জানাজা বেলা ১২ টায় নিজ বাড়ি সদর উপজেলার সোটাহার গ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অপরদিকে, অধ্যক্ষ শামসুল হকের মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়েছে জয়পুরহাটের শিক্ষক, সুধী রাজনৈতিক অঙ্গন। রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহেদুল আলম হিটো,বগুড়া জেলার বিএনপির সভাপতি, রেজাউল করিম বাদশা,সাধারন সম্পাদক আলী আসগড় হেনা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম,সাবেক সংসদ সদস্য ইনজিনীয়ার গোলাম মোস্তফা, কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বিদুৎ , জয়পুরহাট প্রেসক্লাবের সদস্য বাংলাভিশন ও দৈনিক নয়াশতাব্দীর জেলা প্রতিনিধি আবুবকর সিদ্দিক শোক প্রকাশ কওে জানিয়েছেন তিনি তার পারিবারিক বš্ধু ছিলেন, তিনি অত্যন্ত ভদ্র নরম সুশিক্ষিত, মার্জিত রুচির লোকছিলেন , তার মৃত্যুতে অপুরনীয় ক্ষতি হলো জয়পুরহাট বাসীর।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধানসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দল পৃথক ভাবে শোক জানিয়েছেন।
জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক তিতাস মস্তোফা গভীর শোক প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান মহিলাদলের সাধারন সম্পাদক জাহেদা কামাল, শহরবিএনপির আহবায়ক মতিয়র রহমান, যুগ্ন আহবায়ক মামানুর রশিদ,সহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দল পৃথক ভাবে শোক জানিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |