আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০০
এম, এ কাশেম : বর্তমান সময়তে সংবাদ পত্রের জগতে অত্যাধিক অত্যাচার, নির্যাতন-নীপিড়ন, ও দৈনিক দিনকাল’ এবং এই পত্রিকার সাথে জড়িত সকল সাংবাদিক কর্মচরীরা মামলা-হামলায় জর্জরিত দৈনিক দিনকাল! এ’ পত্রিকায় দায়িত্ব রত: সাংবাদিকদের পরম বন্ধু পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান সরকার গত রাতে বার্ধক্যজনিত কারনে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।। বিশেষ করে মফস্বলে যারা কাজ করেন তারা ঢাকা অফিসে গেলে তাদের কে কতোটুকু আন্তরিকতা দেখাতেন যারা উনার সান্নিধ্যে যেতে পেরেছেন তারা-ই কেবল বুঝবেন অন্যরা নয়। এ প্রতিবেদক তার প্রায় ২৩ বছর দৈনিক দিনকাল’র চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নিজস্ব প্রতিনিধির দায়িত্ব রত: থাকার সুবাদে পত্রিকায সংক্রান্ত বিষয়ে ঢাকা অফিসে যাওয়ার পর দায়িত্ব রত: অন্য কারো কাছ থেকে তেমন আন্তরিকতা না পেলে ও দায়িত্ব পালন রতাবস্থায় পত্রিকায় দায়িত্ব রত: আমিনুর রহমান সরকার আন্তরিকতা দেখিয়ে আজ স্মরণীয় হয়ে রইলেন। বর্তমান সময়তে সংবাদ পত্রের জগতে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন-নীপিড়ন ও হামলা-মামলার শিকার দৈনিক দিনকাল’র আফিস এবং এর সাথে সংশ্লিষ্ট প্রায় সকল সাংবাদিক ও কর্মকর্তা/কর্মচারীদের পরম বন্ধু। বিশেষ করে মফস্বলে যারা কাজ করেন তাদের সাহসের ‘বাতিঘর’ হিসেবে খ্যাত আমিনুর রহমান সরকার এর সাথে যখনই অফিসে সাক্ষাত করতে গিয়েছি তখনই উনার পরামর্শ মূলক কথার আন্তরিকতা সারা জীবন মনে রাখার মতো। তিনি আমাকে বলতেন- আপনি এমন একটি রাজনৈতিক দল (বিএনপি) এর মুখোপত্র হিসেবে খ্যাত দৈনিক দিনকাল’ পত্রিকার সাংবাদিক যে পত্রিকাটির মালিক কখনো দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল এবং সে দল কখনো ক্ষমতায় আবার কখনো ক্ষমতাযর বাহিরে থেকে দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবে দেশের জন্য কাজ করে থাকে। ওই রকম একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হয়ে ও এতো নরম ভাবে চলেন কেনো? নানাবিধ: পরামর্শ মূলক কথা বলে তিনি সাহস যোগাতেন। অথচ, আজ প্রিয় মানুষটি ইন্তেকাল করে ইহ জগতের সকল মায়া ত্যাগ করে পর জগতের বাসিন্দা হয়ে গেলেন! আল্লাহ ওই প্রিয় মানুষ (সাংবাদিক আমিনুর রহমান সরকার) কে বেহেস্তের সর্বোচ্চস্থানে জায়গা করে দিন। আমীন।
শোক্ : দৈনিক দিনকাল’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান সরকার এর ইন্তেকাল এ গভীর শোক প্রকাশ করেছেন পত্রিকাটির সাবেক সংশ্লিষ্ট সাংবাদিক ও বর্তমানে জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ কামরুল হাসান বাবলু এবং দৈনিক দিনকাল’ পত্রিকার চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দায়িত্ব রত: নিজস্ব প্রতিনিধি ও ‘বিডি দিনকাল’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এম, এ কাশেম সহ, বিডি দিনকাল’ পত্রিকা পরিবারের অপরাপর সাংবাদিক বৃন্দ। তারা দৈনিক দিনকাল’ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মরহুম আমিনুর রহমান সরকার’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক্ সন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |