আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৯
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চলমান ‘রমজান’র বাজারে নিত্য বাজার পণ্যাদির অগ্নি মূল্যে মানুষজন একেবারেই দিলহারা বলতে গেলে। অবশ্য, তা ধনবান ব্যাক্তিদের জন না হলে ও সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য তা বিষফোঁড়া অবস্থায় পর্যবসিত হয়েছে। চট্টগ্রামের অসংখ্য দরীদ্র লোকজন বহু আগে থেকেই গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছে টাকার অভাবে কিনতে না পারার কারণে। এর পর মুরগি খাওয়ার ও এক- ই অবস্থা। তার পর ডিম খাওয়া ও বন্ধ। এর পর মাছ এবং শেষোতক শাক-সবজি ও মনে হয় বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামের শহর সহ প্রতিটি উপজেলার বিভিন্ন বাজারে প্রায় প্রতিটি নিত্য পণ্য কিনে খাওয়া যেনো দুঃসাধ্য হয়ে পড়েছে অভাবী-দরীদ্র পরিবার গুলোর জন্য। অথচ, দেখার যেনো একেবারেই কেউ নেই! বলতে গেলে অবস্থাদৃষ্টে মনে হওয়ার- ই কথা- প্রশাসনিক যন্ত্র যেনো অচল হয়ে পড়েছে! বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে পাওয়া তথ্য মতে বাজারে- বরবটি ৮৫/৯০ টাকা, তিতা করোলা ৯০/১০০, ঢ়েঁড়’শ ৭৫/৮০, পটল ৭০/ ৮০, জিঁয়া ১০০/১১০, কচুর লতি ৮০, বেগুন ৬০/৬৫, সাজনা ১০০, তরই ৬০, ছোট একটি লাউ ৬০-৭০/৮০ টাকা, শাক এক আঠি ৩৫/৪০ টাকা, চিচিঙ্গা ৭০টাকা । ২০০ টাকার উপরে ব্রয়লার মুরগি এবং ৮০০ টাকাঙয় বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস। এ ছাড়া মাছ এর দাম ক্রয় ক্ষমতার বাইরে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |