আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩৯
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃমার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিল শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন শিশু এবং তিন জন প্রাপ্তবয়স্ক।
কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একটি প্রেসবিটারিয়ান স্কুল দ্য কভেনেন্ট স্কুলে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। সোমবার সেখানে গুলি চালানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী একজন নারী। পুলিশের গুলিতে তিনিও নিহত হয়েছেন। রয়টার্স বলছে, পুলিশ স্থানীয় সময় সকাল ১০ টা ১৩ মিনিট নাগাদ ফোন কল পেতে শুরু করেন। শহরটির কোভেন্যান্ট স্কুলে ওই বন্দুকধারী হামলা চালান। স্কুলটিতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হত।মারা যাওয়া ৬ জন হলেন- এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই নারীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ। ওই নারী স্কুলের লবির মতো স্থানে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হয়। তিনি ওই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে নারীদের এমন গুলি চালানোর ঘটনা বিরল। ওই নারী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।
ন্যাশভিলে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ডন আরন সাংবাদিকদের বলেন, স্কুলের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ শুনতে পেতো। তিনি আরো জানান, হামলাকারীর কাছে অন্তত দুইটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগ্যান ছিল।
তবে এ হামলাকারীর উদ্দেশ্যে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |