আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩০
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দীর্ঘদিন কমিটি বিহীন চলারতাবস্থায় গতকাল চট্টগ্রাম মহানগর মহিলা দলের ১৩৬ বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন মহিলা দল কেন্দ্রীয় কমিটি। এতে মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দলীয় সূত্র জানায়, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়। কমিটিতে সখিনা বেগমকে সিনিয়র সহ-সভাপতি এবং রাবেয়া বেগম বানুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। নাসিমা আলমকে কোষাধক্ষ্য, এড. আয়শা আক্তার সানজিকে দপ্তর সম্পাদক, তানজীনা আক্তারকে প্রচার সম্পাদক, জোহরা বেগমকে সহ প্রচার সম্পাদক সহ বিভিন্ন পদে ১৯ জনকে দেয়া হয়েছে। তা ছাড়া সহ সভাপতি করা হয়েছে ১৫ জনকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ৫ জনকে। সহ সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৬ জন, সহ দপ্তর সম্পাদক ২জন এবং ৭৬ জনকে সদস্য রাখা হয়েছে। কমিটি সম্পর্কে জানতে চাইলে মনোয়ারা বেগম মনি বলেন, কমিটি গঠন করেছে শুনেছি। আমরা দলের জন্য কাজ করবো। জেলি চৌধুরী বলেন, পূর্বের কমিটির কিছু কাটছাট করেই নতুন কমিটি হয়েছে। তবে নতুন কমিটিতে উদ্যামী কিছু নেত্রীর স্থান হয়েছে। সামনে আন্দোলন-সংগ্রামে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী করার জন্য তৃনমূলকে ডেলে সাজানোর জন্য আমরা কাজ করে যাবো।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |