আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫৪
বিডি দিনকাল ডেস্ক : -জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, দক্ষিণের সভাপতি এস এম জিলানী এবং উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ এর আশু রোগমুক্তি কামনায় আজ বাদ আসর ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীরের উত্তরাস্থ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলীম নকী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ার, মোস্তাকুর রহমান মোস্তাক, আলহাজ¦ মোঃ জামির হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার আহবায়ক ও যুগ্ম আহবায়কসহ সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ শারীরিকভাবে অসুস্থ আব্দুল কাদির ভুইয়া জুয়েল, এস এম জিলানী এবং গাজী রেজওয়ান হোসেন রিয়াজের সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে আগামীকালের দোয়া মাহফিল কর্মসূচি :জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, দক্ষিণের সভাপতি এস এম জিলানী এবং উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ এর রোগমুক্তি কামনায় আগামীকাল ০৬ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য অনুরোধ করা হলো।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |