আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৬
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে ১০ চাকার ড্রামট্রাকে বালু বহনের ফলে বিনষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট। এসব রাস্তা দিয়ে অধিক ওজনের ট্রাক চলচলের ফলে পাকা রাস্তাগুলো দেবে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
জানা যায়, আত্রাই উপজেলার বিভিন্ন পয়েন্টে বালুর স্তুপ গড়ে তুলেছেন এক শ্রেনীর বালু ব্যবসায়ীরা। নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তুপকৃত এ বালুগুলো উচ্চ মূল্যে সরবরাহ করা হয় বিভিন্ন স্থানে। উপজেলার মধুগুড়নই, মালিপুকুর, সদুপুর, বারুনীতলা, সমসপাড়াসহ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বালুর স্তুপ। আর এসব স্থান থেকে উচ্চ মূল্যে ১০ চাকার ড্রামট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু পৌঁছে দেয়া হয়। এদিকে উপজেলার অধিকাংশ রাস্তাঘাট এলাকার কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করণের জন্য পাকা করা হয়েছে। এসব পাকা রাস্তা দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ রয়েছে। কিন্তু এ রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত ৪০ টনের অধিক ওজন নিয়ে ১০ চাকার ড্রামট্রাক চলাচল করায় রাস্তাঘাটগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। ফলে এলাকাবাসী যোগাযোগ ব্যবস্থার সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, রাতের বেলা ১০ চাকার ড্রামট্রাক অধিক চলাচল করে থাকে। এ ড্রামট্রাক চলাচলের কারনে উপজেলা সদরের সাথে যোগাযোগের আমাদের একমাত্র পাকা রাস্তাটির অনেক জায়গায় ভেঙে গেছে। সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের রুহুল আমিন বলেন, ১০ চাকার ড্রামট্রাক চলাচলের কারনে রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জোনায়েত আলম বলেন, আমাদের নির্মিত এসব রাস্তা দিয়ে সর্বোচ্চ ৫ টনের অধিক মালামাল বহন করা যায় না। ১০ চাকার ড্রামট্রাক চলাচল আমরা কিভাবে বন্ধ করবো। আমাদের নিকট তো পুলিশি ব্যবস্থা নেই। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সমন্বয় সভায় একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী ১০ চাকার ড্রামট্রাক যেন চলাচল করতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |