আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫২
বিডি দিনকাল ডেস্ক : দেশের পাঁচ সিটি কর্পোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এসব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণের পাশাপাশি সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। এছাড়া ৫ পৌরসভা ও ১ উপজেলা পরিষদের ভোটের তারিখ ঘোষণা করেছে কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটিতে ২৫শে মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ই জুন সিলেট ও রাজশাহী সিটিতে ২১ই জুন ভোট হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এসব তথ্য জানান।
সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, গাজীপুর, খুলনা,বরিশাল ও সিলেট এই ৫টি ভোটের তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। গাজীপুর সিটি ভোট অনুষ্ঠিত হবে ২৫শে মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। প্রতিটি সিটি ভোটেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হবে। সেখানে সিসি ক্যামেরা থাকবে। নির্বাচন কমিশনের তথ্যাদি হালনাগাদ করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে আমাদের ট্যাব দিয়ে দুই ঘন্টা অন্তর অন্তর হালনাগাদ করার কার্যক্রম অব্যাহত থাকবে।
গাজীপুর সিটিতে ভোট : গাজীপুর সিটিতে মনোনয়ন দাখিলের সময় ২৭ এপ্রিল।
মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। আপিল দায়েরের সময় ২ মে থেকে ৪ঠা মে। আপিল নিষ্পত্তি ৫ মে থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে। এ ভোটে রিটার্নিং কর্মকর্তা থাকবে ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ। গাজীপুর সিটির পরবর্তী ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে গত মাসের ১১ মার্চ। ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
খুলনা ও বরিশাল সিটিতে ভোট: খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে মনোনয়ন দাখিলের সময় ১৬ মে। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৮ মে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ মে। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে। ভোটগ্রহণ ১২ জুন। অন্যদিকে খুলনা সিটির ক্ষণগননা শুরু হবে ১৩ এপ্রিল ১০ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। বরিশাল সিটি ভোটের ক্ষণগননা শুরু হবে ১৪ মে থেকে ১৩ নভেম্বর মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা আছে।
রাজশাহী ও সিলেট সিটিতে ভোট: সিলেট ও রাজশাহী সিটি ভোটে মনোনয়ন দাখিলের সময় ২৩শে মে। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৫ মে। বাছাইয়ে বিরুদ্ধে আপিল দায়ের ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। ভোটগ্রগণ হবে ২১ জুন। রাজশাহী সিটির ক্ষণগণনা ১৩ এপ্রিল ১০ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সিলেট সিটি ৬ মে থেকে পরবর্তী নির্বাচনের ক্ষণগননা শুরু হবে। ৬ নভেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
এছাড়া ৫ পৌরসভা ও ১ উপজেলা পরিষদে ভোটের তারিখ দিয়েছে ইসি। ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, কক্সবাজার পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ভোট হবে ১২ জুন। বগুড়ার তালোড়া পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও গোপালপুর পৌরসভায় ভোট হবে ২১ জুন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |