আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৩
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :-ইতালির ভেনিসে বসবাসরত শরীয়তপুর জেলাবাসীর আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি প্রায় ৮ শতাধিক রোজাদার এ দোয়া ও ইফতার অংশ নেন।
ভেনিসের মেসত্রে স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও ইফতারির আয়োজন করা হয়।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন , অলু বেপারী , আজাহার শরীফ , মিয়া মোসলেম , বিল্লাল হোসেন ঢালী , আজিজ হাওলাদার সেলিম , হাকিম ছৈয়াল , সবুজ ছৈয়াল , আলী চৌকিদার , বাশার সরদার , নজরুল লাকুরিয়া , সাহালম হাওলাদার , মাছুম খালাসি , আকবর খান , হাকিম মাষ্টার , বাবু শেখ , লিয়াকত খালাসি , মফিজ মুন্না , রাসেল লাকুরিয়া , রুহুল আমিন , আজিজুল৷, শান্ত বেপারী , রাসেল বেপারী , সুমন জমাদ্দার৷, কাইয়ুম মৃধা প্রমূখ।
উক্ত আয়োজনে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ। দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকলেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শরীয়তপুর জেলাবাসী নেতৃবৃন্দ ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |