আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৩
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে স্থবিরতা দেখা দেয়ায় সাধারণ নেতা-কর্মীদের ক্ষোভ। এখানে হোমরা-ছোমরা পদ-পদবীর দাবিদার নেতা নামধারী গুটি কতেকজন মীরসরাই উপজেলার কোথাও কোনো ধরণের প্রোগ্রাম করতে বা করাতে না পারলে ও কাউকে না কাউকে খুশি করিয়ে পদ-পদবী ধরে রাখতে চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও বিশেষ করে ঘুরে ফিরে সেই ‘নাসিমন ভবন’স্থ দলীয় কার্যালয়ে বা তার সামনে যেনতেন আকারে কিছু করিয়ে নিজেদেরকে নেতা বানিয়ে দলের বারোটা বাজিয়ে দিচ্ছে! ওই হব নেতা নামধারীরা কিছু টাকা-পয়সা এবং ব্যবসা-বানিজ্যে একটু মচমচে হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ তেমন একটা টু-শব্দ ও করতে পারে না। বস্তুতপক্ষে দলের বৃহত্তর সার্থে মীরসরাই বিএনপি’র পদ-পদবী থেকে ওই সব নেতা নামধারী আগাছা পরগাছার ডাল পালা ছড়িয়ে দলকে ভারী করে রাখাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে বলে দলের অনেক প্রবীণ নেতা-ব্যাক্তিরা মনে করেন। তারা মনে করেন, যারা দীর্ঘদিন দায়িত্বের মালা গলায় জড়িয়ে রেখে এর সুবাস ও নিতে দিচ্ছে না কাউকে! অর্থাৎ দলের দায়িত্ব থেকে মাসের পর মাস এবং বছরের পর বছর ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় থাকে তারা!! কিন্তু দলের কোনো খবর-ই থাকে না তাদের কাছে!!! ওই রকম নেতাদের নাম ও পদবী সহ মীরসরাই বিএনপি’র রাজনীতি থেকে গুড়িয়ে দিয়ে দলকে দায়মুক্তির আওতায় নিয়ে আসার দরকার বলে ও মনে করেন অনেকেই।
সূত্র জানিয়েছে, দলীয় গঠনতন্ত্র মোতাবেক একটি আহ্বায়ক কমিটি করা হয় ৩মাসের জন্য। ওই মাসের মধ্যে আহ্বায়ক কমিটি উপজেলার আওতাধীন প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি কমিটি গুলো সম্পন্ন করে তার পর সুন্দর ও শক্তিশালী একটি উপজেলা কমিটি উপহার দেয়া। কিন্তু, মীরসরাই উপজেলায় লাটবহর আহ্বায়ক কমিটি ৩ মাসের দায়িত্ব নিয়ে আজ ১ বছর পার করে দিলে ও কিন্তু কমিটি করে দিতে পারেনি! শুধুমাত্র উপজেলা কমিটি নয় দায়িত্ববানরা সব ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গুলো ও করে দিতে পারেনি দীর্ঘ ১ বছরের মাথায়। আহ্বায়ক ও সদস্য সচিব দুই মেরুর অর্থাৎ দু’জন দুই গ্রুপিয় নেতার অনুসারী হওয়ায় কমিটি গঠনে কিছুটা টান-পিঁছূটানে রয়েছে। অনেকেই মনে করেছিলেন মীরসরাই বিএনপি’র রাজনীতিতে গ্রুপিং থাকার কারণে এক গ্রুপ থেকে যদি প্রায় সবাই দায়িত্ব প্রাপ্ত হয় তাহলে কমিটি গঠনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আর সে কারনে উভয় গ্রুপ থেকে দায়িত্ব দেয়া হয়েছে দায়িত্ব প্রাপ্তদের। বর্তমানে আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধূরী মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি/সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক (১নং) নুরুল আমিন এর অনুসারী হিসেবে পরিচিত হলেও সে নিজে ও একটি গ্রুপের নের্তৃত্ব দিয়ে যাচ্ছে। অপর দিকে সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি দলীয় সাবেক মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন এর অনুসারী।তাদের সাথে যারা যুগ্ম আহ্বায়ক বা সদস্য রয়েছে তারা ও এক-ই ভাবে দায়িত্ব প্রাপ্ত হয়। তবে, ওই লাটবহর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কিছু টা রাজনৈতিক তৎপরতায় থাকলে ও বাকিদের মধ্যে অনেক-ই থাকে/রয়েছে একেবারে ই লাপাত্তা বলতে গেলে। রাজনীতি বা অন্য যে কোনো কমিটিতে যে কোনো আহ্বায়ক এবং সদস্য সচিব তৎপর থাকলেই ওই কমিটির কায্যক্রম চালানো দুরহ হয়ে পড়ে যদি কি না কমিটির বাকিরা তৎপর না থাকে। আর সে কারনে-ই মনে হয় মীরসরাই বিএনপি’র রাজনীতি টলটলায়মান অবস্থা। অর্থাৎ, কমিটির অপরাপর দায়িত্ববান ব্যাক্তিদের লাপাত্তা মনোভাব/রাজনৈতিক উদাসীনতার কারনেই আহবায়ক ও সদস্য সচিব সঠিক কার্যক্রম পরিচালনা করতে না পারায় কমিটি করানো সম্ভব হয়নি বা হচ্ছে ও না। তা যদি হয়ে-ই থাকে তাহলে ওই লাটবহর কমিটির বিলুপ্ত ঘটানো দরকার বলে ও অভিমত দিয়েছেন দলের নের্তৃত্বে থাকা প্রবীণ ব্যক্তি বিশেষরা। আর উক্ত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এর রাজনৈতিক কর্ম তৎপরতা কি এবং কতোটুকু তা বিবেচনায় রেখে কমিটি বহাল রাখলে ও কমিটিতে থাকা অলস/ অ-যোগ্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল এবং কমিটি কে নতুন করে ঢেলে সাজানোর দরকার বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা-কর্মীরা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |