আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৫
নরসিংদীর পাঁচদোনাতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি’র ইফতার মাহফিলের আয়োজন স্থল কমিউনিটি সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। সেই তালা ভেঙে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান যোগদান করেন। গত মঙ্গলবার নরসিংদী পলাশ উপজেলার পাঁচদোনায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে লালমিয়া কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি’র নেতাকর্মীরা জানান, ইফতার মাহফিলের আয়োজন করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপি। ওই সময় বিএনপি’র নেতাকর্মীসহ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান সেখানে গেলে কমিউনিটি সেন্টারের বাইরে তালাবদ্ধ অবস্থা দেখতে পান। পরে উত্তেজিত বিএনপি’র নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারের তালা ভেঙে সাবেক মন্ত্রী ড. মঈন খানকে নিয়ে ভেতরে প্রবেশ করেন।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ইফতার মাহফিল পণ্ড করতে কৌশলে পুলিশ কমিউনিটি সেন্টারের বাইরে তালা লাগিয়ে দেন। পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আহাম্মেদ বলেন, পুলিশ বিএনপি’র ইফতার মাহফিলে বাধা দেবে কেন। সেখানে তো পুলিশ যায়নি। তারা নিজেরাই তালা লাগিয়ে পুলিশের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। প্রধান অতিথি সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের সরকার ইসলাম ধর্মে বিশ্বাসী নয়।
তারা যদি সত্যিকার অর্থে ইসলামে বিশ্বাসী হতো, তাহলে এ দেশের প্রতিটি মানুষকে যার যার ধর্ম পালনে সুযোগ দিতো। পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে বিএনপি’র ইফতার মাহফিলের কমিউনিটি সেন্টারে তালা দিয়ে দিতো না। তিনি আরও বলেন মুসলমান, সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে সরকার ইফতার আয়োজন করতে দেয় না। সরকার ধর্ম পালনে বাধা দিয়ে কিছুই করতে পারবে না। আমরা অন্যের ধর্মে হস্তক্ষেপ করি না। অথচ সরকার ইসলাম ধর্মে হস্তক্ষেপ করছে। এ দেশের মুসলিমরা এর জবাব দিবে। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পলাশ থানা বিএনপি’র সভাপতি মো. এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপি’র সভাপতি আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নরসিংদী শহর বিএনপি’র সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট শাহেন শা শানুসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দরা।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |