আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১০
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে প্রবীণ পোট্টি ব্যবসায়ী ও মুদি দোকানী মোঃ নাদেরুজ্জামান প্রকাশ নাদু সওদাগর গতকাল ৬ এপ্রিল বৃহস্পতিবার রাত প্রায় ১২ টার দিকে নিজ বাড়িতে আত্মাহুতি দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত প্রায় ১১ টায় বাড়িতে যান। বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় তিনি নাকি তার নিজের জন্য কাফনের কাপড় ও স্ত্রীর জন্য সাদা শাড়ি নিয়ে যান। তার মৃত্যুর পর নিজ হাতে লেখা একটি চিরকুট (চিঠি) ও নাকি পাওয়া যায়।। চিরকুটে নাকি তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তা ছাড়া চিঠিতে নাকি তিনি উল্লেখ করেছেন, ব্যাংক লোন সহ প্রায় ৮০ লাখ টাকা দেনাদার রয়েছেন।এতোগুলো টাকা পরিশোধ করার মতো অবস্থা না থাকায় তিনি জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে উঠেন এমন কথা ও বলাবলি হচ্ছে। তিনি নাকি চিঠিতে আরো লিখে গেছেন — প্রতিমাসে দুইটা এনজিও কোম্পানির কিস্তি ছিলো ৭ লাখ টাকা। মীরসরাই পৌর সদর বাজারের ‘পান্না ক্লথ স্টোর’ থেকে নিজের জন্য কাফনের কাপড় এবং স্ত্রীর জন্য সাদা শাড়ী নিয়ে নিজ বাড়ীতে গিয়ে আত্মহত্যা করেছেন এমন কথা বলছেন কেউ কেউ। তবে, এ হবার সত্যতা কতোটুকু তা পরে জানা যেতে পারে। জানা গেছে, আত্মহত্যা কারী নাদু সওদাগর মিঠাছড়া বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন।। এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তার। মেয়ে বিয়ে দিয়েছেন এবং ছেলে বিদেশে থাকেন।। আত্মহননের সময় উনার স্ত্রী বাসায় ছিলেন! আর তিনি তারাবীর নামাজের সময় নিজ গ্রামের বাড়ী মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন এর রঘুনাথ পুর গ্রামস্থ নিজ ঘরে গিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। আত্মহত্যা করার সময় উনি ঐ বাড়ীর একজনকে ফোন করে বিষয়টি জানান, এবং লাশ নামানোর জন্য ও অনুরোধ করে বলে যান। ঐ ব্যাক্তি হাউমাউ করে দৌড়ে গিয়ে দেখেন, উনি ফাঁসিতে ঝুলতেছেন! (তখন তার প্রাণহীন দেহ। ) আত্মহত্যা কোন সমাধান’র পথ হতে পারেনা বলে বিজ্ঞ জনদের মত।মিঠাছড়া বাজারের বাড়ির আরেক পোল্ট্রি ব্যবসায়ী মোঃ জিয়া উল হক তার ভাষ্যমতে বলেন, দীর্ঘ বেশ কয়েক দিন যাবত আমার ছোটো খাটো পোল্ট্রি ব্যবসার সূত্রে উনার সাথে ভালো সম্পর্ক ছিলো। ধারণা নেই যে, উনি এমন কাজ করতে পারেন। সন্ধ্যার পর বাজার থেকে যখন বাড়িতে ফিরছিলাম তখন উনাকে একা অবস্থায় দোকানে বসারতাবস্থায় দেখেছিলাম। আল্লাহ রাব্বুল আল আমীন ভালো জানেন কার মৃত্যু কখন এবং কি ভাবে হয়/হবে। উনার মৃত্যুটা ও হয়তো বা আল্লাহ পাক ওই ভাবে লিখে রেখেছিলেন এমন মন্তব্য অনেকের।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |