আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৫
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : প্রতিবারের রোজা-ঈদ এ ফিতরা, যাকাত, দান-সদগা সহ অন্য যে কোনো ভাবে অভাবী-দরীদ্রদের সাহায্য-সহযোগীতা করতে চট্টগ্রামের ধর্নাঢ্য ব্যাক্তিরা একেবারেই অলস পড়ে থাকবেন তা কিন্তু নয়। তবে, রোজা ১৬টা পার হয়ে গেলে ও এখনো তারা রয়েছে অনেকটা পিছিয়ে!
ধর্নাঢ্য ব্যাক্তিরা ছাড়া এমন ও অনেক ব্যাক্তি রয়েছেন যারা তাদের কাছে থাকা যৎ সামান্য আর্থিকতার মধ্যে থেকে গোপনে দান-সদগা বিতরণ করে থাকেন। কিন্তু, অনেকেই দান-সদগা করার নিয়ম জানেন না বা কেউ কেউ তা মানেন ও না! তাই দান-সদগা প্রদান
করার নিয়ম মেনে নবীজী কে শ্রদ্ধা জানাতে সবাইকে সোচ্চার থাকার কোনো বিকল্প নেই।।
অতিতের কথা বাদ দিলে ও বর্তমান সময়তে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্নাঢ্য ব্যাক্তি বিশেষরা একেবারেই উদাশিন অভাবী-দরীদ্র পরিবার গুলোর মাঝে সাহায্য-সহযোগীতা প্রদানে! তবে, কিছু কিছু ব্যক্তি-বিশেষ কে অযথা প্রচার-প্রচারনা চালাতে। একদিকে তারা নিজরা নিজেদের নাম জাহির করার মানসে এবং অপর দিকে যে কোনো ধর্নাঢ্য ব্যাক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে তাদের মন খুশি করে টুই পাইস কামিয়ে নিতে সেই সব কর্মে থাকে মশগুল!! আর ওই সবের জন্য বেচে নেয় ফেইজবুক কে!!!
একেবারে ফ্রি না হলে যৎ সামান্য খরচে যার যার মনের আকুলতা- ব্যাকুলতা প্রদর্শন করার শক্তিশালী মাধ্যমে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক। আর এই ফেইজবুকে সময় সময় কিছু কিছু ব্যাক্তি বিশেষ’র আবির্ভাব ঘটে! তারা ধর্মের লেবাস পরে মানুষ কে বিভ্রান্তিতে ফেলে দেয় আবোল-তাবোল ভাবে ধর্মীয় কিছু কথা-বার্তা লিখে। চলমান ‘রমজান’ মাস এবং ‘পবিত্র ঈদ’ কে সামনে রেখে যেনো তারা কোমর বেধে নেমে পড়েছে মানুষ কে বিভ্রান্তিতে ফেলে দিতে! অনেক কে দেখছি, অনেক ভাবে যাকাত, ফিতরা সহ নানাবিধ: ভাবে গরীবদের সাহায্য-সহযোগীতা করার বিষয়ের ওপর লিখতে। যাকাত-ফিতরা অথবা অন্য যে কোনো ভাবেই হোক্ যে কেউ দরীদ্র-অভাবী পরিবাগুলোকে সাহায্য-সহযোগীতা করার মানসিকতা রাখলে তা নিয়ম মেনে-ই করে যেতে হবে। সে প্রসঙ্গে আমার বলার বিষয় হচ্ছে-
আপনার মন-মানসিকতা যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার সাধ্যমতো দান-সদগা (হাক্ সেটা ফিতরা বা অন্য যে্ কোন কিছু বা অন্য যে কোনো ভাবে) এবং সহযোগিতা স্বরূপ যাকে যাহা দেয়ার মানসিকতা রাখেন তা দিয়ে দিবেন। এতে যাকে দিবেন সে তা দিয়ে কি করলো বা না করলো সেটা আপনার দেখার দরকার নেই। এবং ঢোল পিটিয়ে কাউকে জানার সুযোগ করে দেয়ার ও দরকার নেই। অবশ্য, তা পরবতীর জন্য খেয়ালে রাখতে পারেন। সে যদি তা দিয়ে খারাপ কিছু করে তাহলে আগামীতে তাকে দেয়া থেকে বিরত থাকতে পারেন। মনে রাখতে হবে, আপনি ধন-সম্পদের মালিক হওয়ায় আপনাকে অবশ্যই ফিতরা, দান, সদগা সহ নানাবিধ: ভাবে প্রকৃত দরীদ্র-অভাবীদের সাহায্য-সহযোগীতা করে যেতে হবে। তবে, তা আপনাকে-ই খুঁজে বের করতে হবে (নিজে বা যে কোনো লোকের মাধ্যমে) কোথায় / কোন্ অভাবী অভাবগ্রস্থ তার মধ্যে পড়ে রয়েছে। এবং এ ও খবর রাখতে হবে, কোন্ এলাকায় ব্যাক্তি খুব বেশী অভাবে পড়ে থাকলে ও লাঝ-শরম বা বিবেকের তাড়নায় কারো কাছে তা প্রকাশ করতে পারছেন না। এমন কি, কারো কাছে মুখ থেকে বলে কিছু চাইতে ও পারেন না! তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বেচে নিতে পারেন।
হাঁ নবী করীম হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) এর সেটা-ই নির্দিষ্ট বাক্য এবং নির্দেশের আওতায় পড়ে বলে ও বলে ধারণা।
এবার আপনি আপনার বিবেক-বুদ্ধি খাটিয়ে পরকালের সম্পদ বানিয়ে নিতে উপরে লেখার বিষয় বস্তুর আলোকে এগিয়ে যেতে পারেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |