আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশ্বধার মীরসরাই উপজেলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছে! সূত্রের বরাতে জানা গেছে, খুশি মনে পুত্রকে নিয়ে ঈদ’র জন্যনতুন জামা-কাপড় কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে খুশি-আনন্দের মাঝে বিষাদের ছায়া নামিয়ে দেয় পরিবার ছাড়িয়ে পুরো গ্রাম এলাকায়।
শনিবার (৮ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় এক সাথে পিতা-পুত্রের নিহত হওয়ার ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারানো পিতা ডিস ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিন (৪০) ও তার পুত্র বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ মিনহাজ উদ্দিন (১২)। নিহতরা উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের উকিল বাড়ীর বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বড় দারোগারহাট বাজার থেকে পিতা ও পুত্র ঈদের নতুন জামা কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চট্টগ্রাম মুখী তরমুজবাহী ট্রাক ও মিনি পিকআপ’র চালকদ্ধয় প্রতিযোগিতায় মত্ত হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এক সাথে পিতা-পুত্রের প্রাণ সংহার করে।। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে উভয় গাড়ির সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি পিতা ও পুত্রকে চাপা দেয়। স্থানীয় লোকজন পিতা-পুত্রকে মুমূর্ষূ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনি পিকআপকে উদ্ধার করে। থানায় নিয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকার দায়িত্বে থাকা কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হওয়ার ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সুরতহাল শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |