আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৪
স্টার রির্পোটার চট্টগ্রাম থেকে : সারা বছর-ই তো ইয়াবা পাচার চলে আসছে। আর ফাঁকে-ফোঁকে নামখাওয়াস্তে ধরা পরে পুলিশের হাতে। তেমনি গতকাল পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ ১৫০ ইয়াবা সহ মীরসরাইয়ের ২ যুবককে গ্রেপ্তার করেছে।
তাদেরকে ছাগলনাইয়া থানার গোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ ফেনীর নিজকুঞ্জরা এলাকায় অবস্থিত যুবক টাওয়ার এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৪নং ধুম ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে সাফায়েত হোসেন (৩৮) ও এক-ই থানার মিঠাছড়া এলাকার মৃত গনী আহমেদ এর পুত্র শাহদাত হোসেন (৩২)।
সূত্র জানায়, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের বারইয়ার হাট বিশ্ব রোডস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ইয়াবা পাচার কারীরা তাদের নিরাপদ জায়গা হিসেবে সেখানেই হাত বদল করে! এখানে দায়িত্ব রত: ট্রাফিক পুলিশ এর দায়িত্ব রত : জনৈক এক অফিসার এবং ২/১ জনষ্টেবলের সাথে যোগসূত্র রয়েছে ইয়াবা পাচারকারী সিন্ডিকেট এর এক হোতার। আর সে সূরাতে ওই ইয়াবা সিন্ডিকেট’র হোতা সার্বক্ষণিক (প্রায়) ওই ট্রাফিক পুলিশ বক্সের সামনে বা আশে পাশে অবস্থান করে। ইয়াবা পাচারকারীদের হোতা হিসেবে তাকে চিনে না যে এমন মানুষ খুঁজে পাওয়া ও দুস্কর। ক্ষমতাসীন দলের রাজনৈতিক ক্যাডার হিসেবে বড় ভাইদের ভাগবাটোয়ারার এজেন্ট হওয়ার কারণে তার বিরুদ্ধে ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ কিছু বলতে পারছে না। এ ছাড়া তার সাথে থানা পুলিশের ও কারো কারো সাথে সু’সম্পর্ক রয়েছে বলে একাধিক জনের কাছ থেকে জানা গেছে। গত বেশ কিছু দিন পূর্বে র্যাব’র অভিযান চলাকালীন তাদের ভয়ে কয়েক মাস আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে গেলে তাকে কয়েক মাস বারইয়ারহাটে দেখা ও যায়নি। কিন্তু, র্যাব তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় এখন সে আরো বলিয়ান হয়ে উক্ত বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের ভিতর, আশা পাশে অবস্থানে থেকে উক্ত দু’নম্বরী কার্যাদি অতি সোৎসাহে-ই চালিয়ে যাচ্ছে বলে একাধিক জনের কাছ থেকে জানা গেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |