আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি—আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জয়পুরহাটে জমে উঠেছে ঈদের বাজার। গত ২ বছর করোনা আর এবার দ্রব্য মল্যও উর্ধগরি কারনে বেচাকেনা কম হলেও দোকানীরা মোটামুটি খুশি। তবে ক্রেতারা বলছেন দাম কিছুটা বেশি হলেও ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারার জন্যই ঈদেও বাজার করতে আসা। পৌর এলাকার বামনপুর গ্রামের বাসিন্দা রশিদা বিি জানালেন ছোট ছোট শিশুরা ও েেময়েরা কাপড় কেনার বায়না ধরেছে, কি আর করা তাদেও মানাতে না পারার কারনে ঈদেও কেনা কাটা করতে আসা, ।
জয়পুরহাটের বিভিন্ন দোকানে ঈদকে কেন্দ্র কওে বেচাকেনা এখন মোটামুটি জমে উঠেছে। শহরের নিউমার্কেট, পুর্ববাজার, মেইনরোড এসব জায়গায় থাকা প্রতিটি দোকানে বেচাকেনার ভিড়ে দম ফেলার সময় নাই দোকানীদের। দোকানীরা বলছেন বেচাকেনা মোটামুটি বেড়েছে, তবে আগামীতে সকল চাকুরীজীবীরা বোনাস পেলে বিক্রি আরো বৃদ্ধি পাবে দোকানিরা জানালেন আমাদেও চাকুরিজীবীরাই ভরসা ,এখানে ঈদ বাজার জমিয়ে রেখেছ্ ে চাকুরজিীবী আর কিছু যাদেও টাকা পয়সা আছে তারা\ নি¤œ মধ্যবিত্ত আর মধ্যবিত্তদেও সংখ্যা কম, বোরো লাগিয়ে তাকিয়ে আছে ধান পাবার আশায়, এজন্য তারা একটু কম আসছে ঈদেও বাজারে।
ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে তাদের পছন্দমত জিনিস কিনছেন। শাড়ী-কাপড়, জুতা-সেন্ডেল, গার্মেন্টস পোষাক, কসমেটিক্সসহ বিভিন্ন জিনিস কেনার চেষ্টা করছেন। দাম কিছুটা বেশি হলেও প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবেন এই আশায় তারা কেনাকাটা সারছেন।
গত ৩ বছর করোনার কারনে কেনাকাটা কিছুটা কম হলেও এবার ঈদকে কেন্দ্র করে কেনাকাটা করতে পারায় দোকানী ও ক্রেতা উভয়েই খুশি। সকলেই চান প্রিয়জনদের জন্য সখের জিনিস কেনাকাটা করে সকলের মুখে হাসি ফ্টোাতে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |