আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা- মালিক ডাঃ জাফরুল্লাহ্’র ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এ শোক্ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ব, লেখক/কলামিষ্ট ও মানব দরদী এবং দেশের শীর্ষস্থানীয় এক গ্রুপ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা (সাবেক) জনাব, এনামুল গোফরান চৌধুরী (Enamil G Chowdhury) তিনি এক শোক্ বাণিতে বলেন, দেশের বড্ড অসময়ে চলে গেলেন ডাক্তার সাহেব। এখন সময়ের প্রেক্ষাপটে জাতীর বড় প্রয়োজন ছিলো উনার। এনামুল গোফরান চৌধুরী বলেন, আমরা যখন দেখি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ও উন্নত চিকিৎসার জন্য উনি উনার গড়া প্রতিষ্ঠান ছেড়ে এক কদম বাইরে ও যাননি। অথচ, চিকিৎসার জন্য আমাদের দেশের হাসপাতাল গুলোতে ইউরোপ, আমেরিকা থেকে রোগী এসে ভীড় করছে! বলতে গেলে, আমাদের জাতীয় ঐক্য, সংহতি, গৌরব ও অহংকারের তথাকথিত প্রতীকেরা সর্দ্দী জ্বর নাক কান চোখ পরীক্ষার জন্য সিঙ্গাপুর, লন্ডন এবং আমেরিকা দৌড়ান। তখন আমাদের আম জনতার বিচারে দেশ প্রেম জাত্যাভিমান ইনটিগ্রিটির প্রশ্নে সত্যি তিনি সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করেন।
ডাঃ জাফরুল্লাহ্’র স্মৃতি রোমন্থন করে গোফরান চৌধুরী বলেন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে যেমন দেশ- জাতীর ঐতিহাসিক সূচনার মহেন্দ্রক্ষণে নিরাপদ বিদেশ থেকে বিপদসংকুল স্ব’দেশে ফিরে এসে যুদ্ধে জড়িয়েছেন, যখন অনেক বর্ণচোর কাপুরুষের ন্যায় যেনতেন প্রকারে দেশ ত্যাগ করেছেন, ঠিক তখনি স্বাধীনতাত্তোর গণমানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন আপনি। একইভাবে দেশের চরম ক্রান্তিকালে দেশের সংস্কারক ও বিশ্বস্ত অভিবাবক রূপে আপনার জ্বলে ওঠা আমাদেরকে আশ্বস্ত করেছিলো, সুড়ঙ্গের অপর প্রান্তে আলো দেখাচ্ছিলো। এমতাবস্থায় আপনার তিরোধান আমাদেরকে হতাশার আঁধারে আবার নিমজ্জিত করেছে বৈকি।
যেখানেই থাকুন আপনার প্রত্যাশিত গনতন্ত্র ও সংস্কারের পথে যাতে দেশ এগোয় সে প্রত্যাশা রাখি। দোয়া/আশীর্বাদ রাখবেন যাতে আমরা আমাদের জন্মভূমির মাটিতে বসবাস করে যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। এবং আপনি ও শান্তিতে ও কল্যাণে থাকবেন পরপার – মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে এই আমাদের ফরিয়াদ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |