শরীয়তপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু’র নিঃশর্ত মুক্তি ও সুস্থ্যতা কামনায় শরীয়তপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় জেলা ছাত্রদলের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসহাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্যা। এসময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।