আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪২
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট –জয়পুরহাটের আক্কেলপুওে মোয়াজ্জেম হোসন নামে একজনকে হত্যা করার অপরাধে ৪জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত।
আদালত সুত্রে জানা যায় যে, আক্কেলপুর উপজেলার রায়কালী খঁ পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনকে পুর্ব শত্রæতার জের ধওে ঐ এলাকায় আসামীরা ধারালো অস্ত্রদিয়ে মোয়জ্জেম হোসেনকে ও তার কয়েকজন সাথীকে মারান্তক জখম কওে তারা পালিয়ে যায়।
মোয়াজ্জেম হোসের কে তার সহকর্মীরা উদ্ধার কওে জয়পুরহাট আধুনিক হাসপাতোলে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।
এঈ ঘটনায় মোয়াজ্জেম হোসেনের পিতা মো: মোসলেমউদ্দিন ১৭-১০-২০০৭ সালে বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।
, মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ৩০- ১১-২০০৭ সালে ৪ জন আসামীর বিরুদ্ধে চাজর্হশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আজ দুপুওে জয়পুরহাট এর বিঞ্জ জেলা ও দায়রা জজ মো: নুর ইসলাম ৪জন আসামীকে যাবজ্ঝীবন কারাদন্ডে দন্ডিত করেন ও ১০ হাজার টাকা জরিমানা করেন , জরিমানা অনাদায়ে ২বছর জেল প্রদান করা হয়।
আসামীরা হলো রায়কালী খাঁ পাড়া গ্রামের –আকরাম সাখিদার(৩৫) হাফেজ উদ্দিন, (৫২) মোক্তার হোসেন(২৬) এনজার হোসেন(২৬) ও এনামুল হক (৪০)। এর মধ্যে মামলা চলাকালীন সময়ে হাফেজ উদ্দিন মৃত্যু বরন করেন।
আসামী পক্ষে আইনজীবী ছিলেন নন্দ কিশোর আগরওয়ালা, সরকার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |