আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৭
এম, এ কাশেম : জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’ পত্রিকার পাঠক/শুভানুধ্যায়ী ও ফেইজবুকিয় ভাই, বোন-বন্ধূরা আপনার প্রায় সময় আমার বিভিন্ন লেখা দেখে থাকেন পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে সর্বাধিক পরিচিত ফেইজবুকে।। আমার লেখা গুলো আপনাদের কার কাছে ভালো লাগে/লাগবে সেটা বিবেচনায় রেখে আমি কোনো নিউজ/ লেখা লেখি না। এবং কেউ আমার লেখার প্রশংসা করুক বা লেখার ওপর লাইক দিবে অথবা কমেন্ট করবে সে আশায় ও আমি বসে থাকি না। আমি কেবল-ই অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতন দূর্নীতি-সেচ্চাচারিতা এবং এক পেশী মনোভাবাপন্ন ব্যাক্তি/প্রতিষ্ঠান নিয়ে লিখে থাকি। এর পর নিজের যৎ সামান্য ভাষা, জ্ঞান-বূদ্ধির আলোকে যে কেউ আমার লেখার ওপর কমেন্ট করলে যথাযথ ভাবে তার উত্তর ও দিয়ে থাকি। এবং হিংসাত্মক মনোভাব নিয়ে কারো কোনো লেখার ওপর কমেন্ট ও করি না। তবে, কমেন্ট করে দু’একটি কথা বলি শুধু অন্যায়- অবিচার কারীদের বিরুদ্ধে। আর এর কারণে ‘বর্ণচোরা গুটি কতেক জন আমার সমালোচনা ও করতে ছাড়ে না! অবশ্য, তাতে আমার কিছু যায়-আসে ও না।
ওই সব বর্ণচোরা ব্যাক্তি বিশেষরা বলে থাকে, আমি নাকি কারো পক্ষাবলম্বন করি বা করে থাকি!! আসলে যাদের লেখা আমার কাছে ভালো লাগার স্থান দখলে নেয় আমি কেবল তাদের লেখার পক্ষপাতিত্ব করে থাকি বাট অন্য সবার নয়।
আমি একজন সাংবাদিক হিসেবে পত্রিকায় নিউজ করে থাকি। আর পত্রিকায় নিউজ এর ‘হেড লাইন’ দিয়ে ফেইজবুকে পোষ্ট ও দিয়ে থাকি। এতে যদি কারো মানসিকতায় আঘাত করে তাহলে নির্দ্ধিধায় আমাকে আনফ্রেন্ড করে দেয়ার অনুরোধ থাকলো। তবে, তা না করে যদি কেউ আমার সমালোচনায় মত্ত থাকে তাহলে আমি তাদের বিরুদ্ধে আমার সাংবাদিকতা পেশার শক্তি (নিউজ লিখনির মাধ্যমে) প্রয়োগ করতে বাধ্য হবো।
এবার লেখার প্রসঙ্গে আসা যাক্, দেশে বর্তমানে সব চাইতে আলোচিত ‘বিদ্যানন্দ ফাউন্ড্রেশন’ নামে একটি সাহায্যকারী ও সেচ্ছাসেবী সংস্থা। ওই ‘বিদ্যানন্দ’ নিয়ে দেশে এখন তুমুল হৈ চৈ ও চলছে! দেশের অন্যান্য স্থানের কথা আপাত:দৃষ্টিতে বাদ দিয়ে চট্টগ্রামের কথা বলার দরকার। চট্টগ্রামের ‘ফুসফুস’ খ্যাত সিআরবি’র সিরিসতলায় পুরো রোজার মাস উন্মুক্ত ইফতার করানোর আয়োজন করে সে কর্ম চলমান ও রেখেছে ওই ‘বিদ্যানন্দ’ এর সেচ্ছাসেবীরা। এখানে যতো বেশি লোক (দরীদ্র-অভাবী)-ই আসুক না কেনো সবাই কে ইফতার করানোর কথা জানান দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আর তা নিয়ে জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’ পত্রিকায় নিউজ ও করেছিলাম আমি। তবে , এখনো জানা যায়নি তাদের আসল কর্ম পরিচয়। জানা গেলে নিউজ’র মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা থাকবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |